top of page

মহর্ষি মহামানস-এর

সর্বাঙ্গীন (প্রাকৃতিক) চিকিৎসা পদ্ধতি 

যাঁরা বহুদিন যাবৎ বিভিন্ন জটিল রোগে কষ্ট পাচ্ছেন, প্রচলিত কোনো চিকিৎসাতেই আরোগ্য হচ্ছেন না, তাঁরা মহর্ষি মহামানস-এর এই চিকিৎসার সাহায্যে সুস্থ হয়ে উঠতে পারবেন। কোনো ইমার্জেন্সি রোগের ক্ষেত্রে এই পদ্ধতি প্রযোজ্য নয়। শুধু পুরাতন ও জটিল রোগের জন্যেই আসবেন। এই চিকিৎসার জন্যে আপনাকে কোনো ফিস দিতে হবেনা। শুধু প্রয়োজনীয় দ্রব্যগুলি আপনাকে সংগ্রহ বা ক্রয় করতে হবে। সুস্থ হওয়ার পরে, মানব ধর্ম— মহাধর্ম -এর উন্নতি কল্পে মুক্তহস্তে দান করবেন। 

 

সপ্তাহে মাত্র একদিন নির্দিষ্ট স্থানে সাক্ষাতে পরামর্শ এবং মন্ত্রপূত জল দেওয়া হবে, যা প্রথম দিন এবং পরে একমাস অন্তর অন্তর একবার করে, সেন্টারে এসে সেবন করতে হবে। আপনার নিকটবর্তী সেন্টারটি কোথায় এবং কোন দিনে খোলা থাকে জানতে,  SMS করুন-- ৯৭৩৩৯৯৯৬৭৪

এই চিকিৎসা পদ্ধতিতে বিশেষ জল (বা পানি), গাছ-পাতা-ফল ও যোগ এবং বিশেষ প্রক্রিয়া প্রভৃতির মাধ্যমে নির্মলভাবে আরোগ্য লাভ করুন। সবকটি পদ্ধতি একসাথে যথাযথভাবে পালন করতে সক্ষম হলে তবেই এই চিকিতসায় সুফল পাওয়া যাবে।

পদ্ধতি— (১) একটা খাঁটি তামার ঘটি বা ঘট লাগবে, যাতে আধ লিটার মতো জল ধরবে। আর লাগবে— একটা খাঁটি রুপার বেলপাতা বা রুপার পাত, যা ওই ঘটির জলের মধ্যে ডুবিয়ে রাখা যাবে। এছাড়া, লাগবে— একটা খাঁটি সোনার ফুল বা কানের টাব, অথবা সোনার পাত। যা ওই ঘটির জলের মধ্যে ডুবিয়ে রাখা যাবে। লাগবে— তুলসী পাতা ও মধু।

প্রক্রিয়াঃ- রাত্রে ঐ তামার ঘটিতে এক ঘটি বিশুদ্ধ জল নিয়ে, তার মধ্যে পূর্বোক্ত সোনা ও রুপা এবং তিনটি তুলসী পাতা ডুবিয়ে ঢাকা দিয়ে দিন। সকালে, ঘুম থেকে উঠে আধ চামচ মধুসহ ওই জল পান করতে হবে। আবার ঐরূপ ভাবে জল ভরে রেখে দিন, যেটা বিকালে বা সন্ধ্যার সময় পান করবেন। জল পানের পূর্বে সোনা ও রুপার টুকরো দুটি ঐ ঘটি থেকে আলাদা ক'রে অন্যত্র তুলে রাখবেন। একমাস টানা এইভাবে জল পান করার পরে, সাতদিন বিরাম দিয়ে পরবর্তি সাতদিন ধরে, শুধু সকালে একবার জল পান করতে হবে। অর্থাৎ এক সপ্তাহ অন্তর ঐভাবে জল পান করতে হবে। ঐ জল পান করার একটি মন্ত্র আছে। মন্ত্রটি জেনে নিন।

পদ্ধতি— (২) সকালে পূর্বোক্ত ঐ বিশেষ জল পান করার পরে (প্রয়োজনে প্রস্রাব— পায়খানা করার পরে), পাঁচ মিনিট থেকে দশ মিনিট সহজ প্রাণযোগ বা প্রাণায়াম করতে হবে। প্রাণায়াম-এর নিয়ম দেখুন। প্রাণযোগ শেষ হলে, দুই হাতের তালু দিয়ে সশব্দে সজোরে ছয়বার (৬) তালি দেবেন। যাতে, দুই হাতের তালু ঝিন-ঝিন করে ওঠে। 

 

পদ্ধতি— (৩) এই কটি দ্রব্য সমান পরিমানে নিন— যোয়ান, মেথি, রাঁধুনি, কটকী, কালোজিরে, এলাচ, শুকনো আমলকী, এই কটি সমান ভাগে নিয়ে, অল্পক্ষণ হাল্কাভাবে ভেজে বা গরম ক'রে, তারপর জুড়িয়ে গেলে, এগুলোকে গুঁড়ো করে নিন। তারপর একটা কাচের শিশিতে রেখে দিন। প্রতিদিন মধ্যাহ্ন ভোজনের পূর্বে— ওই গুঁড়ো চা চামচের এক চামচ, এক কাপ গরম জলে ১০মিনিট ভিজিয়ে রেখে, ঐ জলটা চায়ের মতো খেয়ে, তারপরে আহার করুন। দিনে একবার। ৭দিন পর পর খাওয়ার পরে, তখন দুদিন অন্তর একদিন খাবেন। প্রয়োজনে একটু চিনি মিশিয়ে নেওয়া যাবে। 

 

পদ্ধতি— (৪) পুরাতন ও জটিল রোগের ক্ষেত্রে প্রায় সবারই কিছু না কিছু মানিসিক সুস্থতার অভাব থাকে। সেজন্য, মহা-শবাসন বা যোগনিদ্রা বা সুষুপ্তি-যোগ অবশ্যই অভ্যাস করতে হবে। প্রতিদিন অবসর মতো একটা নির্দিষ্ট সময়ে অভ্যাস করুন। প্রতিদিন একবার আধঘন্টা। ‘মহা-শবাসন’-এর অডিও ফাইল কোথায় পাবেন, জেনে নিন, এবং মহাশবাসন অভ্যাসের নিয়ম ভালোকরে পড়ে নিন।

পদ্ধতি— (৫) প্রতিদিন বিকাল থেকে রাত্রের মধ্যে যেকোনো একটা সময় বসে, সশব্দে জোরে জোরে হাসতে হবে। জোক বা কমিক গল্প, অথবা ভিডিও দেখে হাসুন, অথবা কোনো হাসির কথা মনে করে হাসতে পারেন। 

 

পদ্ধতি— (৬) প্রতিদিন আধঘন্টা মতো জগিং ও ওয়াকিং সহ হাল্কা ব্যায়াম করতে হবে। সকালে অথবা বিকালে একবার। এছাড়া, আহারাদির নিয়ম মেনে চলতে হবে। নিয়ম নিম্নে দেখুন।  

পদ্ধতি— (৭) প্রতিদিন খাঁটি 'আপেল সিডার ভিনিগার' (অরগানিক) ১০ থেকে ১৫ ফোঁটা জলসহ সেবন করুন, আহারের ৫মিনিট পরে। অভাবে লেবুর রস (১৫ ফোঁটা)  ও মধু (১৫ ফোঁটা) খাওয়া যাবে।

Maha-Yoga-Sleep

 

(Audio CD, Now Available Bengali )

 

The Way of Mental Peace

 

Where, MIND is one of the main causes for problem or disease, ‘Yoga-Sleep’ audio CD takes a Great Role with appropriate medicine and Detoxification.

 

One can tune one’s own MIND, can be free from stress –tension and mental disorder, if one practice voluntarily –‘Maha-Yoga-Sleep’ by the help of this audio CD –regularly.

This audio program is made in Bengali language. It can be translated and created in different languages.

Nowadays, most of the people are suffering from mental problems– mental disturbances. Result of that, life becomes bitter and unsuccessful. One, who needs PEACE of MIND, and is effortful to attain that, ‘Maha-Yoga-Sleep’ audio program, is most helpful desired thing for that one.

 

 

 

 

সহজ প্রাণযোগ
মেরুদণ্ড সোজা রেখে, চোখ বুঁজে চুপকরে বসুন। ধীরে ধীরে গভীরভাবে শ্বাস গ্রহণ করুন। শ্বাস গ্রহণের সময় মনে মনে বলুন— 'মহা প্রাণশক্তি'।
তারপর যতক্ষণ সম্ভব শ্বাস ধারণ করুন, এবং মনে মনে বলুন— 'আমি রোগ-ব্যাধি থেকে মুক্ত, সুস্থ- স্বাস্থ্যবান, সক্রিয়-শক্তিমান, সুন্দর কান্তিমান। সৌভাগ্যবান। আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি।
তারপরে, ধীরে ধীরে শ্বাস ত্যাগ করুন। শ্বাস ত্যাগ করার সময় মন মনে বলুন— ' আমি শুভময় ধনময় সৌভাগ্যময়। আমি সুস্থ— সুস্থ— সুস্থ। সমস্ত রোগবিষ থেকে মুক্ত, সমস্ত কুপ্রভাব থেকে মুক্ত, অশুভত্ব থেকে মুক্ত।'
শ্বাস ত্যাগ করার পরে, কয়েক সেকেন্ডের জন্য শূন্য অবস্থায় থাকুন। অর্থাৎ শ্বাস-প্রশ্বাস কিছুই না করে থাকুন। এই সময় মনে মনে বলুন— শান্তি- শান্তি- শান্তি। 

মহাধর্ম সম্পর্কে বিশদভাবে জাওনতে, এই ওয়েবসাইট দেখুনwww.mahadharma.in

এছাড়া দেখুনwww.mahadharma.wix.com/bangla 

bottom of page