top of page
Title.jpg
স্টাডি-স্কিল 
To get amazing success in studies and any examination, an unique– extraordinary essential training for students!
 
লেখাপড়ায় এবং বিভিন্ন পরীক্ষায় অভূতপূর্ব —বিস্ময়কর সাফল্য লাভ করতে— ছাত্র-ছাত্রীদের জন্য এক অসাধারণ অত্যাবশ্যক প্রশিক্ষণ!

পড়তে হবে—শিখতে হবে— কিন্তু কিভাবে ?   লেখাপড়ায় সর্বোচ্চ স্থান লাভ করতে, পরীক্ষায় অনেক বেশি নম্বর পেতে, শিখে নিন— 

লার্ন ‘হাউ টু স্টাডি’ —‘হাউ টু সাকসিড’

শিখে নিন— জার্মানী স্টাডি-স্কিল টেকনিক!

লেখাপড়ায় এবং বিভিন্ন পরীক্ষায় অভূতপূর্ব বিস্ময়কর সাফল্য লাভ করতে— ছাত্র-ছাত্রীদের জন্য এক অসাধারণ অত্যাবশ্যক প্রশিক্ষণ!

কৃতী সন্তানের সেরা মা-বাবা হয়ে উঠুন! 

সন্তানের সাফল্যেই আপনার সাফল্য!

 

লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী সারাবছর ধরে— কত পরিশ্রম ক’রে পড়াশোনা করছে। তারা যাতে ভাল রেজাল্ট ক’রে জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারে, —তার জন্য তাদের মা-বাবা —অভিভাবকগণ তাদের পিছনে বহু অর্থ—শ্রম এবং সময় ব্যয় করছেন।

 

কিন্তু, অনেকক্ষেত্রেই —ছাত্র-ছাত্রীরা মা-বাবাদের সেই উচ্চাশা পুরণে ব্যর্থ হচ্ছে— শুধুমাত্র প্রাথমিক কিছু বিষয়—  কিছু টেকনিক না জানার কারণে। ভুল পদ্ধতিতে লেখাপড়া করার কারণে।

 

কিভাবে লেখাপড়া করলে— মনে থাকবে, ভুল হবেনা, তা’ অনেকেরই জানা নেই। আগ্রহ—মনোযোগ বৃদ্ধির জন্য কি উপায় অবলম্বন করা প্রয়োজন— অনেকেই তা’  জানে না। অনেক ছাত্র-ছাত্রীই পরীক্ষার টেনশনে ভীষনভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। জানা বিষয়ও ভুলে যায়। কেউ কেউ আবার অসুস্থ হয়ে পড়ে। এর প্রতিকার অনেকেরই অজানা। ছাত্র-ছাত্রীদের বয়ঃসন্ধিকালের নানা সমস্যায়— তাদের লেখাপড়া ভীষনভাবে ক্ষতিগ্রস্ত হয়। এব্যাপারে অনেকেই অসহায় বোধ ক’রে থাকেন। 

'স্টাডি-স্কিল' হলো— ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এক বিশেষ প্রশিক্ষণ। শেখানো হয়— কী পদ্ধতিতে লেখাপড়া করলে, সবকিছু ছবির মতো— পরিস্কার মনে থাকবে। কম সময়ে— কম পরিশ্রম ক’রে— অনেক বেশি লাভবান হওয়ার এই বিস্ময়কর টেকনিক শিখে নিন।

 

পরীক্ষার ভীতি— উদ্বেগ বা টেনশন —ছাত্র-ছাত্রীদের এক বড় সমস্যা। পরীক্ষার সময় জানা বিষয়ও টেনশনের ফলে মনে পড়েনা।

 

এখানে, সাইকোলজিক্যাল মেথডে শেখানো হয়— পরীক্ষার সময় কিভাবে টেনশন মুক্ত থাকা যায়। কিভাবে রিল্যাক্সড অবস্থায় যথাযথ উত্তর দিয়ে পরীক্ষায় চরম সাফল্য লাভ করা যায়।

 

আজকের এই দ্রুতগতির যুগে— তীব্র প্রতিযোগিতায় —অতিসাধারণ হয়ে থাকলে চলবেনা। হতে হবে— এক্সপার্ট অথবা হতে হবে— অসাধারণ।

  

সুমেরু রায়ের 'স্টাডি-স্কিল' –এর অত্যাবশ্যক প্রশিক্ষণের মাধ্যমে আপনার সন্তানকে ক’রে তুলুন অসাধারণ।  

তিন মাসে  আটটি  ক্লাস নিয়ে— অতি সহজ-সরল পদ্ধতিগুলি নিয়মিত অনুশীলন এবং তার প্রয়োগ ক’রে, একজন স্টুডেন্ট সাফল্যের শিখরে উঠতে সক্ষম!

সুমেরু রায় (মহর্ষি মহামানস) 

ক্লাস নিচ্ছেন— 

এযুগের প্রজ্ঞাবান ঋষি মহান শিক্ষাবিদ এবং মানবোন্নয়নে আত্ম-উত্সর্গীত বহুদর্শী চিন্তাবিদ!  

Sumeru Ray (alias ‘MahaManas’ in spiritual world) is a great-minded sage of the modern times.  Awakener––Educer and Educator, dedicated for true Human Development.     

 

He is the pioneer of reasonable spirituality and the creator of the great doctrine– ‘MahaVad’, and the founder of ‘MahaDharma’ –the religion of free-thinkers for true self-development & human development.  

 

He is a knowledge worshipper, educated in the open school of the world! Self-conscious man of vast experience with art sense, creative power, computer knowledge, new ideas. He is a good mentor. He is an author – philosopher –researcher. Dr Ray is the teacher of true self development Education and specialist in mental problems. Most important identity of MahaManas, –he is a humanitarian. His all efforts are – for human welfare. He is a social reformer. 

 

He has knowledge in fine arts, literature, Yoga, meditation, art of healing, self-development program, lyric, story, screenplay writing, music composing and film making, news paper and periodicals editing, and reasonable spirituality.  

 

To know more, go through Google search= Sumeru Ray  / MahaManas 

Sumeru Ray is well experienced Doctor of Alternative Medicines (MD) and very successful practitioner and researcher in the field of Alternative Medicines and Human Development. Sumeru Ray is the inventor of the new system of medicine= MPathy..

আত্মবিকাশ তথা মনোবিকাশ ঘটানোর সাথে সাথে সর্বাঙ্গীন সুস্থতা লাভই হলো এই শিক্ষাক্রমের উদ্দেশ্য। বিভিন্ন চিকিৎসা বিজ্ঞান, মনোবিজ্ঞান, অধ্যাত্ম মনোবিজ্ঞান, যোগবিজ্ঞান এবং অন্যান্য বিজ্ঞানের সমন্বয়ে এবং ‘মহাবাদ’ গ্রন্থের প্রকৃষ্ট জ্ঞানের সাহায্যে এই অসাধারণ শিক্ষাক্রম গ’ড়ে উঠেছে— বহুকালের নিরলস ঐকান্তিক প্রচেষ্টা ও গবেষনার ফলে--। নিজেকে জানা—নিজের শরীর ও মনকে জানা, নিজের চারিপাশ সহ মানুষকে চেনা, নিজের প্রকৃত অবস্থান সহ জগৎ সম্পর্কে সাধারণ জ্ঞান লাভ, নিজের উপর নিয়ন্ত্রন লাভ, জগতকে আরো বেশি উপভোগ করার জন্য নিজেকে যোগ্য—সমর্থ ক’রে তোলা— এই রকম আরো অনেক বিষয় নিয়েই এই শিক্ষাক্রম।

নিষ্ঠার সাথে শিক্ষা ও অনুশীলন করতে থাকলে— আস্তে আস্তে আপনার ভিতরে এক উন্নত—বিকশিত নতুন মানুষ জন্ম নেবে। যা দেখে আর সবার মতো আপনিও বিস্ময়ে মুগ্ধ হয়ে যাবেন। নিজের মধ্যে লুকিয়ে থাকা বিপুল সম্পদের অধিকারী হয়ে অপার আনন্দের আধার হয়ে উঠবেন আপনি। আপনার চারিপাশে থাকা সবাই এই আনন্দের সংস্পর্শে এসে তারাও আনন্দ লাভ করবে! বিশদভাবে জানতে, এই ওয়েবসাইট দেখুন-      

www.mahamanan.wix.com/university 

লকডাউন ও তৎপরবর্তী বিশেষ অফার!
৫০০০/- -এর পরিবর্তে কোর্স ফি এখন মাত্র ৩০০০/-

“আমরা এখানে এসেছি— এক শিক্ষামূলক ভ্রমনে। ক্রমশ উচ্চ থেকে আরো উচ্চ চেতনা লাভই— এই মানব জীবনের অন্তর্নিহিত উদ্দেশ্য। এখানে আমরা জ্ঞান-অভিজ্ঞতা লাভের মধ্য দিয়ে যত বেশি চেতনা-সমৃদ্ধ হয়ে উঠতে পারবো, তত বেশি লাভবান হবো।

আধ্যাত্মিক দৃষ্টিতে— এখান থেকে চলে যাবার সময়, কিছুই আমাদের সঙ্গে যাবেনা, একমাত্র চেতনা ব্যতীত।”  

                                                                 —মহামানস   

'স্টাডি-স্কিল'

পরীক্ষার সময় রিল্যাক্স থাকতে পারা— সাফল্য লাভের অন্যতম বড় উপায়! কি ক’রে রিল্যাক্স থাকতে হয় শিখে নিন। 

ক্লাস বা ওয়ার্কশপে যে বিষয় গুলি শেখানো হয়, তার বাইরে— অতিরিক্ত কিছু প্রয়োজনীয় বিষয় নিয়ে— 'স্টাডি-স্কিল' বা ‘আর্ট অফ লার্নিং' বইটি তৈরী হয়েছে। এই বইটির একটি কপি প্রত্যেক ছাত্র-ছাত্রীকে দেওয়া হবে।    
একটি বাংলা ই-বুক ফ্রীতে! ডাউনলোড করুন।

A Bengali eBook for Students. 

Click for FREE Dwonload. >>

'স্কিল অফ স্টাডিজ' ("আর্ট অফ লার্নিং) যত শিখছি ততই আশ্চর্য হচ্ছি নিজের মানসিক ক্ষমতার বিকাশ দেখে! আরো আগে যদি এই সুযোগ পেতাম, তাহলে কী ভালোই না হতো।"
                                        —সোনামী সাহা (কালনা) 
 
"এই প্রশিক্ষণ আমার জীবনে আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছে।"
                                       —সুব্রত বিশ্বাস     (প্রাক্তন ছাত্র) 
'আর্ট অফ লার্নিং' -এর নতুন নামকরণ হলো
'স্টাডি-স্কিল'
সপ্তাহে দুটি করে, মোট আটটি ক্লাস নিয়ে সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠুন!

*মহামানস প্রদর্শিত ম্যানমেকীং এডুকেশনের একটি অঙ্গ।

ছাত্র-ছাত্রীদের নানা সমস্যায় আমাদের

চিকিত্সা বিভাগ

 

ছাত্র-ছাত্রীদের স্নায়বিক ও মানসিক দুর্বলতা, স্মরণশক্তির দুর্বলতা, মানসিক বিশৃঙ্খলা, ভয়, মনের অপুষ্টি, আচরণগত সমস্যা, মুদ্রাদোষ, অপরাধ প্রবণতা, নিষ্ঠুরতা, অধিক ক্রোধ—উত্তেজনা—অস্থিরতা, অধিক কামোত্তেজনা বা কামোন্মাদনা, হস্তমৈথুন, এবং অন্যান্য বিভিন্ন সমস্যার জন্য আমাদের চিকিত্সা বিভাগে আসুন।

 

এখানে বিভিন্ন বিকল্প-চিকিত্সা-পদ্ধতি যেমন— হার্বাল, হোমিওপ্যাথিক, যোগ, মনস্তাত্ত্বিক এবং আচরণগত চিকিত্সাপদ্ধতির সমন্বয়ে চিকিত্সা করা হয়।   

 

 “সে-ই হলো প্রকৃত শিক্ষা,  —যা আমাদের পূর্ণবিকশিত মানুষ হতে সাহায্য করে।”         

                                              —মহামানস 

 

 

সেমিনারে প্রবেশের নিয়ম :

 

  • পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রী থেকে ঊর্ধে যে কোনো পরীক্ষার ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকদের জন্য এই সেমিনার।

  • কুড়ি বছর বয়স পর্যন্ত সমস্ত ছাত্র-ছাত্রীদের সাথে তাদের মা-বাবা উভয়কে অথবা যেকোনো একজনকে আসতে হবে।

  • প্রত্যেকের জন্য প্রবেশ মূল্য মাত্র— ১০ টাকা।

  • আসন সংখ্যা সীমিত। সেমিনারের অন্ততঃ ২০ মিনিট পূর্বে আসবেন। ৯ বছর বয়সের নীচে কারো প্রবেশ নিষেধ। টিকিট হলে পাবেন। 

বিঃদ্রঃ- ভারতের বিশিষ্ট মেমোরী টেকনিশিয়ানদের প্রশিক্ষন এবং আমাদের এই প্রশিক্ষণের মধ্যে কিছু পার্থক্য আছে। আমরা মনেকরি, শুধু টেকনিক শিখলেই হবেনা, টেকনিক শেখার সাথে সাথে, মনের ক্ষমতা— যোগ্যতা ও সুস্থতাও বাড়িয়ে তুলতে হবে। সুমেরু রায় দীর্ঘকাল যাবত মানসিক চিকিতসা এবং মনোবিকাশ কার্যক্রমের সাথে যুক্ত এবং গবেষনারত। তার সম্পর্কে জানতে হলে— গুগল সার্চ করুন= Sumeru Ray / MahaManas ।   এই প্রশিক্ষণের গুরুত্ব বুঝতে পারলে, তখন আর অর্থ ও সময় কোনো বাধা হয়ে দাঁড়াবে না। অর্জিত অর্থ— মানব-বিকাশ কেন্দ্র স্থাপনে ব্যয়িত হবে।             

eBook

Study-Skill
'আর্ট অফ লার্নিং' -এর নতুন নাম 'স্টাডি-স্কিল' 
bottom of page