Sayings of MahaManas মহামানসোক্তি
মহামানসোক্তি
"লক্ষ লক্ষ অজ্ঞান-অন্ধ ভক্তের চাইতে- দু-একজন জ্ঞানী ভক্তই আমার অধিক প্রিয়। আমাকে সঠিকভাবে জানার পর, -আমার প্রকৃত স্বরূপ জানার পর, যে আমাকে ভালোবাসে, তার ভালোবাসাই আমার কাম্য।
অন্ধ-আবেগ সর্বস্ব অজ্ঞানী বা স্বল্প জ্ঞানীর ভালোবাসার আপাত মূল্য থাকলেও, তা’ অশুভত্ব ব্যঞ্জক। অনেক সময়েই এই উন্মাদনা মারাত্মক আকার ধারণ ক’রে থাকে।
তাই, আমি আমার সমস্ত ভক্তদের বলি, সর্বাগ্রে আমাকে জানো। চাঁদকে চাঁদের মতো ক’রে জানো, আমাকেও আমার প্রকৃত(স্ব)রূপে জানো, তার পরেও যদি ভালোলাগে- যতটুকু ভালোলাগে, ততটুকুই ভালোবাসো। সেটুকুই হবে খাঁটি ভালোবাসা।
তোমরা সত্য প্রিয় হও, প্রকৃত জ্ঞানের জন্য উন্মুখ হও। জীবন মুখি হও। জানি, এ’পথ বড় বন্ধুর- তবু বিকাশলাভের এটাই একমাত্র পথ।
সঠিক জ্ঞান- যথেষ্ট জ্ঞান লাভ হলে, তখন আর কষ্ট থাকবে না। তখন উপভোগ করতে পারবে- অপরিসীম সুখ- অনাবিল শান্তি। ভবিষ্যতে এই সুখ লাভের উদ্দেশ্যে- অপার শান্তি লাভের আশায়- বিকাশের পথে এগিয়ে চলো।
স্বর্গলাভের মিথ্যা প্রবঞ্চনায় ভুলোনা। -ও পথ জীবনের পথ নয়- বিকাশ লাভের পথ নয়। ধর্ম ব্যবসায়ীদের স্তোকবাক্যে বিভ্রান্ত হয়ে উন্মাদের মতো ছোটাছুটি না ক’রে। সত্যের পথে- যুক্তিসম্মত আধ্যাত্মিকতার হাত ধরে- জ্ঞানের পথে এগিয়ে চলো। আমার শুভকামনা রইলো।"