top of page

এইতো জীবন!


আপাতদৃষ্টিতে আমরা জীবনকে যে যতটুকু গুরুত্ব দিয়েই দেখিনা কেন, প্রকৃতপক্ষে আমাদের জীবনসহ এই মহাজাগতিক জীবন একটা অতি বাজে ব্যাপার! যেখান থেকে শুরু হয়েছে— এত কান্ডের পর সেখানে গিয়েই সব শেষ হবে। এতে আদপেই কারো কোনো লাভ নেই। ঠিক যেন সেই— ‘পুনর্মূষিক ভব’।

মাঝখান থেকে, আমরা জীব-অস্তিত্ব সম্পন্ন হয়ে— অশেষ দুঃখ-কষ্ট-যন্ত্রনা ভোগ ক’রে চলেছি। মোহগ্রস্ত আমরা— নিজের নিজের সুখ-দুঃখ নিয়েই মশগুল। অসংখ্য জীবের যন্ত্রনা আমাদের ধারণাতেই আসেনা।

জীবের স্বাধীনতা বলেও কিছু নেই। এই জাগতিক ব্যবস্থা তথা ভাগ্য আমাদের যখন যেভাবে চালিত করছে, আমরা সেই ভাবেই চলতে বাধ্য হচ্ছি। কী অসহায় অবস্থা!

এই মহাজাগতিক লীলা— অবসান না হওয়া অবধি, জীবের মুক্তি নেই!

আর, ঈশ্বর? —সে-ও অসহায়!

Follow Me
  • Twitter Long Shadow
  • Google+ Long Shadow
  • Facebook Long Shadow
  • LinkedIn Long Shadow
Search By Tags
No tags yet.
bottom of page