Search
এখনো সময় আছে...
- Sumeru Ray (MahaManas)
- Jul 25, 2016
- 1 min read

অজ্ঞান-অসহায় মানুষের— ভিতর থেকে অন্ধকার মুক্ত না ক’রে, তাকে সজাগ-সচেতন ক’রে না তুলে, তার বোধশক্তিকে জাগ্রত ক’রে তোলার চেষ্টা না ক’রে, শুধু ওপর থেকে নিয়ম-নীতি-ধর্ম-আদর্শের শিক্ষা আরোপ ক’রে— নানা বিধি-নিষেধের বেড়াজালে বেঁধে— জুজুর ভয় দেখিয়ে, তাকে চিরকাল বশীভূত ক’রে রাখা যাবেনা।
হীন-স্বার্থসিদ্ধির উদ্দেশে সুকৌশলে— মানুষকে অজ্ঞান-অন্ধ—অচেতন ক’রে রেখে, কেউকেউ সাময়ীকভাবে লাভবান হলেও, কালক্রমে একসময় সে এমন বিগড়ে যাবে, যে তখন তাকে আর নিয়ন্ত্রনে রাখা সম্ভব হবেনা। তখন, সমস্ত দমন-যন্ত্র —তথাকথিত ধর্ম ও শাসনতন্ত্রকে ভেঙেচুরে ধুলিসাত ক’রে দেবে মানুষ।
চেতনার যথেষ্ট বিকাশ ঘটার আগেই যদি এমনটা ঘটে, তাহলে সে নিজেকেও ধ্বংস ক’রে ফেলতে পারে— সেই সাঙ্ঘাতিক অবস্থায়!
মানবজাতির সেই করুণ পরিণতি যদি না চাও, এখনো সময় আছে, —ফিরে তাকাও!!