top of page

তুমি আর জাগতিক ঘটনাপ্রবাহ


তুমি যা ভাবছো— যা করছো, তার পিছনে রয়েছে অসংখ্য ঘটনা। কোটিকোটি ঘটনার ক্রিয়া-প্রতিক্রিয়া থেকে জন্ম নেয় আরো কোটিকোটি ঘটনা। আবার, সেইসব ঘটনার ক্রিয়া-প্রতিক্রিয়া থেকে সৃষ্টি হয় আরো অজস্র ঘটনা। এইরূপে, পরম্পরাগতভাবে— বর্তমানে জন্ম নেওয়া অসংখ্য ঘটনার মধ্যে একটি হলো— তোমার চিন্তা, আরেকটি— তোমার কর্ম।

এদের থেকে আবার জন্ম নেবে অজস্র ঘটনা। এই ভাবেই বয়ে চলেছে—ঘটনা প্রবাহ।

তোমার চিন্তা— তোমার কর্ম— বর্তমান ও অতীতের অসংখ্য ঘটনার সাথে নানাভাবে সম্পর্কযুক্ত, এবং অসংখ্য ঘটনার মধ্যে অজস্র ক্রিয়া-বিক্রিয়ার ফল। তুমি— তোমার অস্তিত্ব— তোমার কর্ম, সব কিছুই এই জাগতিক ব্যবস্থার ফসল।

—মহামানস

Follow Me
  • Twitter Long Shadow
  • Google+ Long Shadow
  • Facebook Long Shadow
  • LinkedIn Long Shadow
Search By Tags
RSS Feed

© 2014  by Sumeru Ray   created with Wix.com

পাঠক/পাঠিকাদের প্রতি নিবেদনঃ-  সহৃদয়—সক্ষম পাঠক/পাঠিকাগণ যদি স্বইচ্ছায় কোনো লেখা অনুবাদে ইচ্ছুক হোন, তাহলে লেখকের সাথে যোগাযোগ করুণ।  আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শের জন্য জানাই আন্তরিক ধন্যবাদ।  

bottom of page