আর্ট অফ হ্যাপী লার্নিং
- Sumeru Ray (MahaManas)
- May 21, 2015
- 2 min read

লেখাপড়ায় এবং বিভিন্ন পরীক্ষায় অভূতপূর্ব —বিস্ময়কর সাফল্য লাভ করতে— ছাত্র-ছাত্রীদের জন্য এক অসাধারণ অত্যাবশ্যক প্রশিক্ষণ!
কৃতী সন্তানের সেরা মা-বাবা হয়ে উঠুন!
সন্তানের সাফল্যেই আপনার সাফল্য!
সহজ-সরল কয়েকটি বিশেষ পদ্ধতির অনুশীলণসহ বিজ্ঞানভিত্তিক বিশেষ টেকনিকে লেখাপড়া ক’রে জীবনের যে কোনো পরীক্ষায় অত্যন্ত ভালো রেজাল্ট করা সম্ভব!
এই প্রশিক্ষণ ও অনুশীলণের মধ্য দিয়ে পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি—মনোযোগ বৃদ্ধি—মনেরাখার ক্ষমতা বৃদ্ধি— আত্মবিশ্বাস বৃদ্ধির সাথে সাথে— আত্মপ্রকাশের ক্ষমতা বৃদ্ধি ঘটিয়ে নিজেকে অথবা আপনার সন্তানকে অসাধারণ ক’রে তুলুন।
অজ্ঞান-অন্ধের মতো দিবারাত্র মুখস্ত ক’রে—ক’রে— একঘেয়েমীতে ক্লান্ত হয়ে— অবশেষে লেখাপড়ায় আগ্রহ হারিয়ে ফেলার দিন শেষ! ‘কপি-পেষ্ট’ শিক্ষাপদ্ধতি ছেড়ে— বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে মনের ক্ষমতা বাড়িয়ে তুলে— আনন্দময় পড়াশোনার মধ্যদিয়ে জীবনের সব পরীক্ষাতেই সফল হয়ে ওঠার সময় এসে গেছে এবার!
আজকের প্রবল প্রতিযোগীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে— আর মুখস্থ ক’রে বাজিমাত করা যাবে না। সাধারণ হয়ে পিছিয়ে থাকলেও হবেনা। হতে হবে অসাধারণ, ‘জিনিয়াস’ আর নয়তো ‘এক্সপার্ট’!
সাজেশন, নোটস্, কমন আর মুখস্থবিদ্যার উপর নির্ভর ক’রে ‘এক্সপার্ট’ বা ‘জিনিয়াস’ বা অসাধারণ হওয়া যায় না।
কষ্টকর—ক্লান্তিকর পড়াশোনা আর নয়, এখন থেকে আনন্দময় পড়াশোনা শুরু করুণ। মুখস্ত রূপ গলধঃকরণ ও ওগরানো, –এই কপি-পেষ্ট শিক্ষা ব্যবস্থা আমাদের মন ও মস্তিষ্কের বিকাশ ঘটায় না, আমাদের জ্ঞানী ক’রে তোলে না, ঐ শিক্ষা আমাদেরকে ভীত-উদ্বিগ্ন— সঙ্কুচিত অজ্ঞান-অন্ধ ক’রে রাখে। জ্ঞানার্জনে অনাগ্রহী –অমনোযোগী —উদাসীন ক’রে তোলে।
যেখানে আগ্রহ যত বেশি –সাফল্যও তত বেশি। অজ্ঞান-অন্ধ –অবুঝের মতো আর মুখস্ত করা নয়, পুরোপুরি বুঝে পড়তে হবে। বিশেষ পদ্ধতিতে বুঝে পড়লে— মূল বিষয়টির সাথে সাথে তার খুঁটিনাটি বিষয় গুলিও মনে থাকবে।
মন সম্পন্ন একজন মানুষ হিসেবে আপনার প্রথম ও প্রধান কর্তব্য হলো—যথাসাধ্য মনোবিকাশ ঘটানো। মুক্তমনের মানুষ হয়ে ওঠা— যুগোপযোগী হয়ে ওঠা, এবং মানবিক গুণে সমৃদ্ধ হয়ে ওঠা। নিজেকে জানতে পারলে— জীবনের লক্ষ্য জানতে পারলে, এবং নিজের উপর নিয়ন্ত্রণ লাভ করতে পারলে, আপনি জীবনের সব ক্ষেত্রেই সফল হয়ে উঠতে পারবেন।
ছাত্র-ছাত্রীদের প্রকৃতি অনুসারে প্রয়োজনমতো বিশেষ বিশেষ পদ্ধতির প্রয়োগ করা হয়ে থাকে। এই সঙ্গে, আপনার সন্তানকে যদি ‘মানুষের মতো মানুষ’ ক’রে তুলতে চান, তাহলে আমাদের ‘আত্মবিকাশ শিক্ষাক্রমের’ সাহায্য নিন।
আরো জানতে এই ওয়েবসাইট দেখুন-- www.sumeru.wix.com/classes




















































Comments