পজেটিভ পরিকল্পনা কি ভাবে করবে ( আর্ট অফ হ্যাপী লার্নিং- ৬ )
- Sumeru Ray (MahaManas)
- Jun 14, 2015
- 1 min read

পজেটিভ পরিকল্পনা কি ভাবে করবে
উপযুক্ত সুযোগ পেলেই তোমার বিষয়—কর্ম—সাফল্য নিয়ে কিছুক্ষণের জন্য পজেটিভ কল্পনায় বুঁদ হয়ে যাও। তারপরেই সচেতনভাবে— সেই কল্পনাকে যুক্তির পথে চালিত ক’রে— তাকে পরিকল্পনায় রূপ দাও।
এরপর, মাঝে মাঝে সেই পরিকল্পনাকে যুক্তি—বিচার—বিশ্লেষণের মধ্য দিয়ে, ক্রমশ একটি সুপরিকল্পনায় পরিণত ক’রে তোলো। এইভাবে— এক সময় একটা স্থির সিদ্ধান্তে পৌঁছে, এবার তাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ধাপে ধাপে এগিয়ে যাও, বাস্তবসম্মত— যুক্তিসম্মত পথ ধরে।
যদি দেখা যায়, চিন্তা-ভাবনা কল্পনা-পরিকল্পনাগুলি সুন্দর—সুশৃঙ্খলভাবে এগচ্ছেনা, কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে, মাঝে মাঝে খেই হারিয়ে যাচ্ছে, তাহলে কাগজ-কলম নিয়ে নিভৃতে বসে— এক এক ক’রে প্রথম থেকে তোমার বিষয়—কর্ম—পরিকল্পনাকে লিখে ফেলো। দেখবে, লিখতে লিখতেই— পরিকল্পনাটি কেমন সুন্দর—সুশৃঙ্খল রূপ পেয়ে যাবে। হারিয়ে যাওয়া সূত্র এবং অদেখা পথগুলি একে একে তোমার কাছে আত্মপ্রকাশ করতে থাকবে।
সবটা যদি স্পষ্ট না হয়, কয়েক ঘন্টা পরে সেই কাগজ-কলম নিয়ে আবার বসে যাও। প্রথম থেকে ধাপে ধাপে দেখতে থাকো। ফাঁক-ফোঁকড়— ভুল-ত্রুটি চোখে পড়লেই তা’ সংশোধন—সংযোজন করো, এবং পুনরায় ফ্রেস ক’রে আবার লেখ। দেখবে, এই ভাবে বার কয়েক লেখার পর— একটি সুন্দর পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরী হয়ে গেছে।
বিশদভাবে জানতে, এই ওয়েবসাইট দেখুন-- http://sumeru.wix.com/classes
Comments