আগ্রহ— ইন্টারেস্ট ( আর্ট অফ হ্যাপী লার্নিং- ৯ )
আগ্রহ— ইন্টারেস্ট
কোনো একটি বিষয়ে আগ্রহ নেই— ইন্টারেস্ট নেই, অথচ সেই বিষয়ে আগ্রহ না থাকলে— সমুহ ক্ষতি হওয়ার সম্ভাবনা! —এমন ক্ষেত্রে কি ক’রে আগ্রহ বাড়িয়ে তোলা যায়, —সে’ সম্পর্কে এবার কিছু বলব।
আমরা যা কিছু করি, তার বেশিরভাগই ক’রে থাকি— স্বার্থের জন্য। তাই স্বার্থটাকে ভালভাবে বুঝতে হবে (স্বার্থ সম্পর্কে অন্যত্র আমার একটি রচনা দ্রষ্টব্য)। এই জগতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে, নিজের বিকাশ ঘটাতে, —নিজের যাবতীয় চাহিদা মেটাতে, —আমাদের অনেক কিছুই করতে হয়, এবং ভবিষ্যতেও করতে হবে। তার মধ্যে সব কাজ যে আমাদের পছন্দ মতো হবে— সহজসাধ্য হবে, অথবা অপরের দ্বারা করিয়ে নেওয়া সম্ভব হবে— এমন নয়। ইচ্ছায় হোক— অনিচ্ছায় হোক, কর্ম আমাদের করতেই হবে।
জাগতিক ব্যবস্থা (Worldly System) আমাদের বিকাশ ঘটাতে— মনোবিকাশ ঘটাতে, যে যে উপায় অবলম্বন করেছে, তার মধ্যে প্রধান হলো— আমাদের মধ্যে নানা প্রকার চাহিদা সৃষ্টি ক’রে— সেই চাহিদামতো আমাদেরকে কর্মে প্রবৃত্ত ক’রে তুলেছে। অর্থাৎ চাহিদা সৃষ্টির সাথে সাথে— আমাদের মধ্যে সেই চাহিদা মেটানোর উদ্দেশে কর্মোদ্যোগ-ও সৃষ্টি করেছে। যা আমাদেরকে নানা কাজে— নানা উদ্দেশ্যে— নানা দিকে ছুটিয়ে নিয়ে যাচ্ছে।
উদ্দেশ্য— আমরা যাতে কর্ম আর ভোগের মধ্য দিয়ে জ্ঞান-অভিজ্ঞতা লাভ করি। এই জ্ঞান-অভিজ্ঞতা লাভের মধ্য দিয়েই আমাদের চেতনার বিকাশ ঘটে থাকে। আমরা ইচ্ছায়—অনিচ্ছায় এই জাগতিক ব্যবস্থা মতোই কাজ ক’রে চলেছি। জীবনের লক্ষ্যে— পূর্ণ বিকাশের লক্ষ্যে এগিয়ে চলেছি।
কিন্তু, মাঝে মাঝে এর ব্যতীক্রমও ঘটে। এগিয়ে চলায় আগ্রহের অভাব— উৎসাহের অভাব ঘটে। এটা ঘ’টে থাকে— বোধের অভাব অথবা বোধশক্তির অভাবে, আর সুস্থতার অভাবে। অসুস্থতার ক্ষেত্রে— দুর্বলতা বা পুষ্টির অভাব— শক্তির অভাব একটা কারণ।
তবে, কম-বেশি এরও প্রতিকার সম্ভব, যদি ঠিকমতো পারিপার্শ্বিক সুযোগ-সুবিধা সহযোগিতা মেলে। আর ব্যক্তি যদি সেই সহযোগিতা লাভে ঠিকমতো সাড়া দেয়, এবং যথেষ্ট সাহায্য করে।
যখনকার যে কাজ— সময়মতো তা’ না করলে, আলসেমী করলে অথবা আগ্রহ হারালে, ভবিষ্যতে তার জন্য অনেক কষ্ট পেতে হতে পারে, অনেক কিছু হারাতে হতে পারে, তারজন্য অনেক অনুতাপ করতে হতে পারে। কিন্তু কোনো মতেই সেই হারানো সময় আর ফিরে পাওয়া যাবেনা। যে ক্ষতি হয়ে গেছে— তাকে আর পুরণ করা সম্ভব নাও হতে পারে কখনও।
সেই কথা ভেবে, নিজের চেষ্টায় এবং প্রয়োজনে অপরের সাহায্য নিয়ে— সময়ের কাজ সময়ে করার জন্য যথেষ্ট আগ্রহী ও উদ্যোগী হতে হবে আমাদের।
আগ্রহ বৃদ্ধির পক্ষে উপযুক্ত পরিবেশ— আগ্রহী মানুষদের সঙ্গ, অর্থাৎ তাদের সাথে মেলামেশা বিশেষ ফলদায়ক হয়ে থাকে। তাই, কোনো বিষয়ে আগ্রহ বাড়াতে চাইলে, সেই বিষয়ে আগ্রহীদের সঙ্গে মেলামেশা করা উচিত।
বিশদভাবে জানতে, এই ওয়েবসাইট দেখুন-- http://sumeru.wix.com/classes