ক্রোধ-উত্তেজনা-অস্থিরতা, ভয় আর আলস্য— এগুলি হলো আমাদের বড় শত্রু ( আর্ট অফ হ্যাপী লার্নিং- ১০ )
- Sumeru Ray (MahaManas)
- Jun 15, 2015
- 1 min read

ক্রোধ-উত্তেজনা-অস্থিরতা, ভয় আর আলস্য— এগুলি হলো আমাদের বড় শত্রু
ক্রোধ-উত্তেজনা-অস্থিরতা, ভয় আর আলস্য— এগুলি হলো আমাদের বড় শত্রু, সাফল্য লাভের পথে সব চাইতে বড় প্রতিবন্ধক। এগুলি আসলে অসুস্থতার লক্ষণ। এদের উপেক্ষা করলে— তার ফল হবে খুবই খারাপ। এদের থেকে মুক্ত হতে হবে— সুস্থ হতে হবে তোমাকে। রুক্ষ—কর্কশ—উত্তেজিত কথা ও আচরণ তোমাকে সমস্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করবে। ঋণাত্মক (নেগেটিভ) চিন্তা-ভাবনা—আচরণ আর নয়, এখন থেকে ধনাত্মক (পজেটিভ) হয়ে ওঠো। আর তার জন্য প্রথমেই প্রয়োজন সুস্থতা। কথায় আছে— বিনীত ছাত্রই জ্ঞান লাভে সক্ষম হয়।
বিশদভাবে জানতে, এই ওয়েবসাইট দেখুন-- http://sumeru.wix.com/classes