top of page

লোভ

লোভ

অনিয়ন্ত্রণযোগ্য অত্যাধিক লোভ আমাদের অন্যতম প্রধান শত্রু। লোভের কারণে প্রতিনিয়ত বহু অঘটন ঘটে চলেছে। বহু অশান্তি— বহু সমস্যা বহু ক্ষয়-ক্ষতির মূলে আছে এই লোভ।

লোভ হলো— কোনো কিছু লাভ করার অথবা ভোগ করার বেশ জোড়ালো কামনা—বাসনা বা চাহিদা। এই চাহিদা তীব্র আকার ধারণ করলে— সাধারণ মানুষের পক্ষে তাকে নিয়ন্ত্রণ করা দুঃসাধ্য হয়ে ওঠে। বরং সেই চাহিদাই মানুষকে বিবশ ক’রে তোলে— মানুষকে নিয়ন্ত্রণ ক’রে থাকে।

তবে, কামাসক্ত স্বল্প-চেতন দুর্বল মনের মানুষের মধ্যেই লোভের তীব্রতা বেশি লক্ষ্য করা যায়। উচ্চ চেতনা সম্পন্ন পরিণত মনের মানুষের মধ্যে সাধারণতঃ তীব্র লোভ থাকতে দেখা যায় না। কিন্তু, কোনো কারণে তার মধ্যে কামভাব বেশি হওয়ার ফলে— তীব্র লোভ সৃষ্টি হলেও, সে প্রায়শঃ তাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। তবুও, কখনো কোনো দুর্বল মূহুর্তে সে লোভের শিকার হলেও হতে পারে।

লোভের পিছনে শরীর—মন উভয়েরই চাহিদাই থাকে। এই চাহিদার পিছনে শারীরিক ও মানসিক অসুস্থতাও দায়ি থাকে অনেকসময়। তাই, লোভ অতিরিক্ত মাত্রায় প্রকাশ পেলে, এবং তা’ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, সেক্ষেত্রে অবশ্যই সঠিক চিকিৎসার সাহায্য নিতে হবে আমাদের।

Follow Me
  • Twitter Long Shadow
  • Google+ Long Shadow
  • Facebook Long Shadow
  • LinkedIn Long Shadow
Search By Tags
bottom of page