top of page

Only spreading of education will not be enough

“মানব বিকাশের জন্য শুধু শিক্ষার বিস্তার করলেই হবে না।যাকে শিক্ষা দেওয়া হচ্ছে বা হবে, সেই আধারটিকেও শিক্ষা গ্রহনের যোগ্য হতে হবে, অথবা তাকে যোগ্য ক’রে তুলতে হবে।

বিভিন্ন যোগ্যতাগুলির মধ্যে প্রথম ও প্রধান যোগ্যতাই হলো— সর্বাঙ্গীণ সুস্থতাসহ শরীর ও মনের সক্রিয়তা থাকা।

প্রকৃত শিক্ষার সাথে সঠিক চিকিত্সার মেলবন্ধন ঘটাতে পারলে, তবেই প্রকৃত শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।” —মহামানস

Follow Me
  • Twitter Long Shadow
  • Google+ Long Shadow
  • Facebook Long Shadow
  • LinkedIn Long Shadow
Search By Tags
bottom of page